Change Language

রমজানে করণীয় ২০২০

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২০

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, তোমরা রোজা রাখো যেন সুস্থ থাকতে পারো।

এই সুস্থতা সবদিক থেকে – শারিররীক, মানসিক, সামাজিক ও আত্মিক। আর রোজায় আপনি সেই সুস্থতা তখনই লাভ করবেন যখন আমাদের নবীজী (সাঃ) যে নিয়মে রোজা পালন করতেন, সেই নিয়ম অনুসরণ করবেন।

কোরআনকে বলা হয়েছে বিশ্বাসীদের জন্যে নিরাময় ও শেফা।

তাই কোরআন নাজিলের এই মাসে যত বেশি আপনি কোরআনে যত ডুব দেবেন, তত অন্তরের যে জটিলতা, নেতিবাচকতা, ভয়, বিভ্রান্তি রয়েছে তা থেকে বেরিয়ে আসতে পারবেন। ডুব দেয়ার প্রক্রিয়াও কোরআনে সূরা আল আরাফের ২০৪ নাম্বার আয়াতে খুব পরিষ্কারভাবে বলা আছে,

"যে যখন কোরআন পাঠ করা তখন মৌন থাকো এবং মনোযোগ দিয়ে শুনো”

তাই কোয়ান্টায়নে খতমে কোরআনে পরিবারকে নিয়ে নিয়মিত অংশ নিন। 

আর রমজান মাসে দান অন্য যে কোনো মাসের চেয়ে ৭০ গুণ সওয়াবের। তাই সংযম পালন এবং সমস্ত বাহুল্য বর্জনের করে আসুন আমরা অভাবী, এতিম এবং করোনার প্রভাবে জীবিকা হারানো মানুষদের পাশে দাঁড়াই ও বেশি বেশি দান করি।

কোরআনের জ্ঞান, ধ্যান এবং দানের মধ্য দিয়ে আমাদের জীবনের সবচেয়ে সবচেয়ে কল্যাণময় রমজান করে তুলি রমজান ২০২০-কে। 

এবারের রমজান হোক করোনাজয়ের রমজান।

দেখুন আর্টিকেল : এবারের রমজান হোক করোনা আতঙ্ক জয়ের রমজান

দেখুন আরো ভিডিও

image

আল্লামা প্রফেসর ড. এম শমশের আলী—দিলে কমে না, বরং বাড়ে!

২১ এপ্রিল ২০২২

image

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রোজা

৯ এপ্রিল ২০২২

image

রমজান মাসে রোজার প্রস্তুতি কেমন হওয়া উচিত?

২৯ মার্চ ২০২২

image

রোজা : ভুল আচার, ভুল ধারণা

১৫ এপ্রিল ২০২১

image

রোজা রাখলে কী হয়?

১৩ এপ্রিল ২০২১

image

গ্রীষ্মকালীন রোজা আসলে আশীর্বাদ!

৯ এপ্রিল ২০২১

image

রমজানে কী খাবেন আর কী খাবেন না!

২৬ মে ২০১৭

image

রমজানে করণীয় ২০১৯

১৮ মে ২০১৭