Change Language
00:0000:00

আমি কোথায় আছি তার চেয়ে গুরুত্বপূর্ণ আমি কোথায় যেতে চাই I নওরীন আহমেদ WOS ep. 14

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫

ছোটবেলা থেকে চিত্রাঙ্কনের প্রতি আগ্রহী নওরীন আহমেদ চিত্রশিল্পী হবার স্বপ্ন নিয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। প্রথম সেমিস্টারে ভালো রেজাল্ট করলেও পরবর্তীতে ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নানা প্রতিকূলতার মাঝে পড়ে পরবর্তী সেমিস্টারগুলোতে আর পরীক্ষাই দিতে পারছিলেন না। ফলে লেখাপড়ায় চলে আসে এক অনাকাঙ্ক্ষিত দীর্ঘ বিরতি। 

কিন্তু থেমে থাকেন নি তিনি। উঠে দাঁড়ালেন। দৃঢ় মনোবল, পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে তিনি আবারো শুরু করলেন তার স্বপ্ন বাস্তবায়নের পথে যাত্রা। ফলাফল- ২০১৭ সালের এম.এফ.এ পরীক্ষায় সিজিপিএ ৩.৮৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেন, যার স্বীকৃতিস্বরূপ লাভ করেন স্বর্ণপদক। 

ওয়ার্ডস অফ সাকসেসের আজকের এপিসোডে আমরা জানব অদম্য মেধাবী নওরীন আহমেদের প্রতিকূলতা জয় করে সাফল্য লাভের গল্প।