Change Language
00:0000:00

ব্যারিস্টার এম আমির-উল ইসলাম, স্বাধীনতায় যার অবদান অপরিসীম

প্রকাশিত: ২৭ মার্চ ২০২২

শুধু দেশেরই নয়, উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী ও আইনজ্ঞ ব্যাক্তিত্ব হলেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। তবে যে বিশেষ পরিচয়টির জন্যে ইতিহাসে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে তা হলো, তিনি বাংলাদেশের The Proclamation of Independence বা স্বাধীনতার ঘোষণাপত্রের মূল রচয়িতা। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাযুদ্ধের নানা বাঁকে রয়েছে তার অবদান।

দেখুন আরো ভিডিও

image

Words of Wisdom : 05 - Barrister M Amir-ul Islam

১৭ ডিসেম্বর ২০২১