Change Language
00:0000:00

এই ৫ ধরনের মানুষ আপনার শান্তি নষ্ট করে II যেভাবে তাদের প্রভাব থেকে মুক্ত থাকবেন

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপনি কি কখনও খেয়াল করেছেন, কিছু মানুষের কথা শুনলেই আপনার মনটা ভার হয়ে যায়? মনে হয় জীবন বৃথা, সব পথ বন্ধ।

কিছু মানুষের উপস্থিতি এমন — ওরা আপনার কাছে আসে, হেসে কথা বলে, কিন্তু চলে যাওয়ার পর আপনার মনে হয় একটা অর্থহীন সময় কাটালাম। একটা অনুশোচনা, বিষণ্নতা এসে ভর করে আপনার ওপর। 

ব্যাপারটা হলো তাদের নেগেটিভ এনার্জি, যা তারা আপনার মধ্যে ঢুকিয়ে দেয়।

আজকের ভিডিওতে আমি বলব এমন ৫ ধরনের মানুষের কথা যারা আপনার আশপাশেই থাকে। কিন্তু নেক্সট টাইম তাদের সাথে সময় কাটানোর আগে আমি চাই, আপনি দুবার চিন্তা করেন।