প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯
এ বছর বিশেষ দানের আরেকটি উদ্যোগ হলো কোয়ান্টাদের জন্যে শীতবস্ত্র। কারণ এ বছর প্রলম্বিত বর্ষা এবং বিলম্বিত শীতের কারণে ঠান্ডার প্রকোপ বেশি হওয়ার সম্ভাবনা। বিশেষত লামার পাহাড়ি প্রকৃতিতে এ শীতের আক্রমণ আরো চড়া হবার আশংকা আছে। বিশেষত, কোয়ান্টারা ঘুমায় লোহার খাটে। শীতের রাতে যাতে দু’তিনপ্রস্থ কম্বল না দিলে ঘুমানোর উপযোগীই করা যায় না।
সেই সাথে আছে পরিধেয় হিসেবে গরম কাপড়ের প্রয়োজন। বর্তমান দুসহস্রাধিক শিশুর সাথে এবার নতুন করে যুক্ত হচ্ছে আরো ৪০০ দুস্থশিশু।
বিশেষ দানের ওপর শ্রদ্ধেয় গুরুজীর বক্তব্য শুনুন ও পড়ুন...
৭ ডিসেম্বর ২০১৯