প্রকাশিত: ৯ জুলাই ২০২৪
কোয়ান্টাম কসমো স্কুল : বঞ্চিত শিশুদের শিক্ষালয়
বান্দরবানের লামার সরই ইউনিয়নের এক দুর্গম এলাকায় ৭টি শিশুকে নিয়ে ২০০১ সালে কোয়ান্টাম কসমো স্কুলের যাত্রা শুরু হয় বাঁশের বেড়া আর টিনের চালের ঘরে। এখন শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫০০। বাঙালি-পাহাড়ি মিলিয়ে ২২ জাতিগোষ্ঠীর ২৫ শতাধিক শিশু-কিশোরদের থাকা-খাওয়া, পড়াশোনা ও চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হয় এখানেই, কোয়ান্টামের নিজস্ব অর্থায়নে।
২০১৭-২০২০ পর পর চারবার ক্রীড়ানৈপুণ্যে দেশসেরা হয়েছে স্কুলটি। জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার হ্যান্ডবল ইভেন্টে ছয় বার চ্যাম্পিয়ন (২০১৩-২০১৯), টেবিল টেনিসে (দ্বৈত) টানা ছয়বার চ্যাম্পিয়ন (২০১৭-২০২২)। ২০১৫-২০১৯ টানা পাঁচ বছর প্যারেড ও ব্যান্ড বাদনে প্রথম কোয়ান্টাম কসমো স্কুল।
পাবলিক পরীক্ষাগুলোতে কসমো স্কুলের পাশের হার ১০০%। কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ থেকে পাশ করে বিশ্ববিদ্যালয় মেডিকেল বুয়েটে এ পর্যন্ত ভর্তি হয়েছে ২৩৩ জন।
ছেলেশিশুদের পাশাপাশি ৪ শতাধিক মেয়েশিশু আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন আঁকছে কসমো স্কুলে।
বঞ্চিত এই শিশুদের আলোকিত মানুষ হওয়ার অভিযাত্রায় নিজ নিজ অবস্থান থেকে আপনিও সহযোগিতা করুন।