প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫
দুপুরের খাবার খাওয়ার আগে মাহী মাহিন আর নাঈমা হুড়োহুড়ি করে বেসিনে হাত ধুচ্ছিল। কিন্তু এভাবে একজনের হাতের ওপর আরেকজন হাত ধুলে তো রোগজীবাণু রয়েই যাবে! ওদের মা তাই সুরে সুরে শেখালো কীভাবে হাত ধুলে হাত পুরোপুরি জীবাণুমুক্ত হবে।