Change Language
00:0000:00

চার্লি চ্যাপলিন কেন হাসতে পারতেন না!

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২

এক ভদ্রলোক গেছেনে একজন সাইকিয়াট্রিস্টের কাছে। মনে প্রচুর দুঃখ, প্রাণখুলে হাসতে পারেন না। সাইকিয়াট্রিস্ট নানাভাবে কাউন্সেলিং করলেন, কিন্তু কিছুতেই তার মন ভালো হয় না। শেষমেশ সাইকিয়াট্রিস্ট তাকে পরামর্শ দিলেন চার্লি চ্যাপলিনের কমেডি দেখতে, তাতে যদি তার মন ভালো হয়। রোগী বিষণ্ণ হেসে বললেন, আমি-ই চার্লি চ্যাপলিন!

প্রিয় দর্শক, এটা কিন্তু কোনো জোক না, বাস্তব একটি ঘটনা এটি। আসলে আমরা চারপাশের মানুষের হাসি হাসি মুখটা-ই দেখি, সে-মুখের অন্তরালে যে অনেকেরই দুঃখ লুকিয়ে থাকে তা অচেনাই থেকে যায়। চার্লি চ্যাপলিনও এই শ্রেণির লোকেদের অন্তর্ভুক। মঞ্চে কমেডি শো করে যিনি তামাম দর্শককুল হাসিয়েছেন খোদ তিনিই নাকি পারতেন না হাসতে!

কিন্তু কেন? জানতে দেখুন এই ভিডিও।

দেখুন আরো ভিডিও

image

মদের নেশায় উন্মত্ত তারুণ্য || ছাত্রীর আত্মহত্যা || পজিটিভ প্যারেন্টিং || একাকীত্ব মহামারি

২৩ জুলাই ২০২২