প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫
মারিয়াম বিনতে রবিউল ৪ দিনের কোয়ান্টাম মেথড কোর্স করেন ৪৯৯O ব্যাচে। কোর্স করার আগে তিনি লক্ষ্য মোতাবেক কাজ করতে পারতেন না। লক্ষ্যের বিপরীত কাজ করার তাড়না বোধ করতেন। কোর্স করে মনের এই দ্বিমুখীতা থেকে তিনি মুক্ত হয়েছেন। তার ভেতর এই আত্মবিশ্বাস জন্মেছে, তিনি জীবনে যা কিছু চান সেটা তিনি পাবেন।