প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০
বেওয়ারিশ লাশ দাফনে কোয়ান্টাম ফাউন্ডেশন ২০০৪ সালে শুরু করে ‘দাফন কার্যক্রম’। করোনাকালে যা বিস্তৃত হয় ‘করোনা শহিদ দাফন কার্যক্রম'-এ।
জীবিত থাকতে যত সম্পদেরই মালিক হোক না কেন, মারা গেলে মানুষ নিঃস্ব- এই উপলব্ধি আর লাশ দাফনের মতো একটি 'ফরজে কিফায়া' আদায়ে সমাজে ধর্মীয় জ্ঞান, দক্ষতা, সদিচ্ছা আর উপকরণের প্রকট অভাব অনুভব করে কোয়ান্টাম শুরু করেছে ‘সার্বজনীন দাফন সেবা’। যে-কোনো মৃতের গোসল, কাফন এবং প্রয়োজনে কবরস্থানে নিয়ে গিয়ে দাফনসহ সব ধরণের সহায়তার এই সম্পূর্ণ বিনামূল্যে প্রদত্ত সেবা কার্যক্রম পর্যায়ক্রমে সম্প্রসারিত হবে সারা দেশে।
সময়, শ্রম এবং অর্থ দিয়ে এই কাজে শরিক হতে পারেন আপনিও। নিজের বা পরিবারের বিশেষ নিয়তে দান করুন দাফন ফান্ডে। আপনার এই দানের অর্থে পরিজনহীন মৃতদের মমতার পরশে শেষ বিদায় জানাব আমরা।
১ মার্চ ২০২২
৪ মে ২০২১
১৮ ডিসেম্বর ২০২০
৭ ডিসেম্বর ২০২০
২১ নভেম্বর ২০১৯
৩ সেপ্টেম্বর ২০১৯
২১ আগস্ট ২০১৬