প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৯
দুই দশকে ধাপে ধাপে চারটি ভিন্ন ভিন্ন ক্যাম্পাসের পর ২০২০ সালে প্রাথমিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে কসমো স্কুলের এক নতুন শিক্ষাঙ্গন।
তিন বছর ধরে বিপুল অর্থব্যয়ে একটানা নির্মাণকাজ চললেও বাকি রয়েছে এখনো বহু কাজ। প্রয়োজনীয় অর্থের সংস্থান হলে অনুকুল এ সময়ে (ডিসে-এপ্রিল) নির্মাণকাজকে এগিয়ে নেয়া যাবে চমৎকার গতিতে। এ উদ্দেশ্যেই তাই বিশেষ দান সংগ্রহের উদ্যোগ নিতে হবে।
এ বছর বিশেষ দানের আরেকটি উদ্যোগ হলো কোয়ান্টাদের জন্যে শীতবস্ত্র। কারণ এ বছর প্রলম্বিত বর্ষা এবং বিলম্বিত শীতের কারণে ঠান্ডার প্রকোপ বেশি হওয়ার সম্ভাবনা। বিশেষত, কোয়ান্টারা ঘুমায় লোহার খাটে। শীতের রাতে যাতে দু’তিনপ্রস্থ কম্বল না দিলে ঘুমানোর উপযোগীই করা যায় না। সেই সাথে আছে পরিধেয় হিসেবে গরম কাপড়ের প্রয়োজন।
এই বিশেষ দান সংগ্রহের ওপর শ্রদ্ধেয় গুরুজীর সম্পূর্ণ বক্তব্য পড়ুন...
২১ নভেম্বর ২০১৯