Change Language
00:0000:00

কোর্স করে লেখাপড়ায় মনোযোগ বেড়েছে এবং জীবনের লক্ষ্য স্থির করতে পেরেছি

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫

আয়শা সিদ্দিকা তাইয়্যেবা ৪ দিনের কোয়ান্টাম মেথড কোর্স করেন ৪৯৯ O ব্যাচে। বরিশাল কালেক্টরেট স্কুল ও কলেজের এই শিক্ষার্থী কোর্সের ৪র্থ দিন কোর্স করার অনুভূতি বর্ণনা করতে গিয়ে বলেন, আগে তিনি অনেক চঞ্চল ছিলেন, কোর্স করে তার মধ্যে একধরণের স্থিরতা এসেছে। পড়ালেখায় মনোযোগ বেড়েছে। তিনি জীবনের লক্ষ্য স্থির করতে পেরেছেন- বড় হয়ে ডাক্তার হবেন।