প্রকাশিত: ৩১ মে ২০২৪
সূরা হজের ৩৬নং আয়াতে আল্লাহ বলেন, কোরবানির পশু যখন জমিনে লুটিয়ে পড়ে, তখন তা থেকে (মাংস সংগ্রহ করে) তোমরা খাও এবং কেউ চাক না চাক সবাইকে খাওয়াও।
অর্থাৎ, কোরবানির পশুর মাংস ধর্মবর্ণ নির্বিশেষে অভাবী সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করার সুস্পষ্ট নির্দেশ রয়েছে পবিত্র কোরআনে। কিন্তু বাস্তব নানা কারণে আমরা সেটা পারি না। ফলে পেশাদার ভিক্ষুকেরা বিতরণের অধিকাংশ মাংস বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে হোটেল রেঁস্তোরায় বিক্রি করে দেয়।
অন্যদিকে, অর্থাভাবে কোরবানি দিতে পারে না, আবার কোরবানির মাংস হাত পেতে নিতেও পারে না তারা বঞ্চিত হয় কোরবানির মাংসের স্বাদ থেকে।
এদের কথা বিবেচনা করে কোয়ান্টাম ফাউন্ডেশন এ-বছর থেকে শুরু করেছে নতুন উদ্যোগ 'কোরবানির সামাজিকায়ন'। একনামে ২১ হাজার টাকা, এভাবে এক বা একাধিক নামে সমপরিমাণ অর্থ দানের মাধ্যমে কিংবা নিজে কোরবানি করে যে-কোনো পরিমাণ মাংস দানের মাধ্যমে অংশ নেয়া যাবে 'কোরবানির সামাজিকায়ন'-এ। কোয়ান্টাম ফাউন্ডেশন দানকৃত অর্থে পশু কিনে কোরবানি করে মাংস বিতরণ করবে যথার্থই এর হকদার যারা তাদের মধ্যে।
· সারাদেশে আমাদের রয়েছে দুই শতাধিক সেন্টার-শাখা-সেল; এর যে-কোনোটিতে এসে আপনি সরাসরি কোরবানির টাকা জমা দিতে পারেন
· bKash বা নগদে পাঠাতে পারেন 01315393646 এই নম্বরে
· কোয়ান্টাম Donate অ্যাপ ব্যবহার করেও কোরবানির অর্থ দান করা যাবে
কোরবানির সামাজিকায়ন : ঈদের আনন্দ ছড়িয়ে দিই চারপাশে (ভিডিও)
এবার ঈদুল আজহায় হোক কোরবানির সামাজিকায়ন (আর্টিকেল)
কোরবানির বিশেষ চিঠি (২০২৪) (ডাউনলোড)
শ্রদ্ধেয় গুরুজীর আলোচনা (স্পিচ)