প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১
গ্যাস্ট্রোএন্টেরলজির সবচেয়ে নির্ভরযোগ্য পাঠ্যবই ‘বোকাস গ্যাস্ট্রোএন্টেরেলজি’তে স্পষ্টভাবে বলা হয়েছে-মলত্যাগের সঠিক ভঙ্গি হলো মলত্যাগ করার সময় পেটের সাথে দুই উরু লেগে থাকবে। কমোডে বসলে তা হয় না।
প্যানে বসলে মলদ্বার ও রেক্টামের মাঝের অ্যাঙ্গেল থাকে ১২৬ ডিগ্রি। ফলে টক্সিনসহ সমস্ত মল অনায়াসে বেরিয়ে যেতে পারে। কিন্তু কমোডে বসলে অ্যাঙ্গেলটি কমে হয় ১০০ ডিগ্রি। ফলে মলত্যাগ হয় বাঁধাগ্রস্ত। পরিণামে কোষ্ঠকাঠিন্য ও পাইলসসহ বিভিন্ন রোগের ঝুঁকি সৃষ্টি হয়।
তাহলে এখন করণীয় কী? জানতে চাইলে দেখতে হবে ভিডিওর পুরোটা!