প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০
দানের সবচেয়ে বরকতময় ও কল্যাণময় ধরণ হলো সদকায়ে জারিয়া বা বহমান দান, মানে যে দানের প্রতিফল দাতা পেতে থাকেন যুগ যুগান্তর, এমনকি মৃত্যুর পরও।
দানকে বহমান করার সহজ উপায় হলো ‘সঙ্ঘদান’। মানে তা এমন কোনো সঙ্ঘে দেয়া, যারা সেই অর্থকে সততার সাথে সুপরিকল্পিতভাবে যুগ যুগ ধরে মানুষের কল্যাণে ব্যয় করবে।
ইতিহাসে অনেক দানকে আমরা ব্যর্থ হতে দেখি, যেখানে দাতা জনকল্যাণে অঢেল সম্পদ রেখে গেছেন, কিন্তু রেখে যান নি সেই দানকে সদ্ব্যবহার করার মতো কোনো সৎসঙ্ঘ।
অন্যদিকে, পরিমাণে ক্ষুদ্র হলেও সঙ্ঘের হাজারো বা লাখো সদস্যের দানের সাথে মিশে গিয়ে সঙ্ঘবদ্ধ দান পরিণত হয় বড় পুঁজিতে। তাতে সম্ভব হয় বড় কাজ; ক্ষুদ্র দানে বড় পুণ্যের ভাগীদান হন দাতা।
কোয়ান্টাম ফাউন্ডেশনে দান সঙ্ঘদানের চমৎকার একটি সুযোগ। কারণ আপনার মতো লাখো দাতার দানের অর্থ মাতৃমঙ্গল, চিকিৎসাসেবা, রক্তদান, আশ্রয়মম, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ, শিক্ষাবৃত্তি, স্বনির্ভরায়ন, খতনা, দাফনের মতো কল্যাণকর সব প্রকল্পে নিরবচ্ছিন্নভাবে ব্যয় হচ্ছে। যা প্রত্যেক দাতার জন্যে বয়ে আনছে অপরিমেয় সওয়াব।
২৯ মার্চ ২০২৩
৯ ফেব্রুয়ারি ২০২৩
১০ ডিসেম্বর ২০২২
১০ ডিসেম্বর ২০২২
৫ ডিসেম্বর ২০২২
৫ ডিসেম্বর ২০২২
৫ ডিসেম্বর ২০২২
২ ডিসেম্বর ২০২২