Change Language
00:0000:00

বিশ্বাস করতাম অস্ট্রেলিয়ায় যদি একজনও চিকিৎসক হিসেবে যায় সেটা হব আমি | ড. রিয়াজুল হাসান মিল্টন Words of Success, Ep-15

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫

ওয়ার্ডস অফ সাকসেসের আজকের অতিথি ড. রিয়াজুল হাসান মিল্টন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার নিউ ক্যাসলে অবস্থিত ফোর হেলথে ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছেন। জীবনের লক্ষ্য বা কোয়ান্টামের ভাষায় আমরা যেটাকে বলি মনছবি, তা স্পষ্ট ও শক্তিশালী হলে মানুষের জীবনে কী অভাবনীয় সাফল্য আসতে পারে তার একটি উদাহরণ ড. রিয়াজুল হাসান মিল্টন। সেটিই আজ আমরা শুনব, যা ইনশা’আল্লাহ অনেকের জন্যেই অনুপ্রেরণাদায়ক হবে