প্রকাশিত: ২৩ মার্চ ২০২১
মেডিটেশন আধুনিক চিকিৎসাপদ্ধতির পরিপূরক- কোয়ান্টাম বলার ২ বছর পর ১৯৯৫ সালে একই কথা বলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ। তবে শুধু নিরাময়ই নয়, ২৮ বছরের পথ পরিক্রমায় কোয়ান্টাম মেথড চর্চা করে সুস্বাস্থ প্রশান্তি সাফল্য আর সুখের খোঁজ পেয়েছে লাখো মানুষ। আত্মোন্নয়নের পাশাপাশি সৃষ্টির সেবায় হয়েছে একাত্ম।
সিকি শতকের অগ্রযাত্রায় সঙ্ঘের সুখী জীবনের সূত্র গ্রহণ করেছে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষ সর্বস্তরের মানুষ। আর দেশব্যাপী ইতিবাচকতার অনুরণন ছড়িয়ে পড়ায় বিশ্বের সবচেয়ে আশাবাদী দেশের তালিকায় বাংলাদেশ আছে ২য় অবস্থানে। বিশ্বের সেরা দশ জাতির একটিতে পরিণত হওয়ার যে মনছবি কোয়ান্টাম দেখেছিল প্রায় তিন দশক আগে তা আজ পরিণত হয়েছে কোটি মানুষের স্বপ্নে।
৩১ ডিসেম্বর ২০১৭