Change Language
00:0000:00

বার্নোলির নীতি | Bernoulli’s Principle

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫


এই ভিডিওতে বাস্তব জীবনে বিভিন্ন আকর্ষণীয় ঘটনা কীভাবে বার্নোলির নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায় তা উপস্থাপিত হয়েছে। তোমরা এসকল এক্সপেরিমেন্টের সাহায্যে বার্নোলির নীতি সহজেই বুঝতে পারবে।

বার্নোলির নীতি—এটি কেবল একটি বিজ্ঞানের সূত্র নয়, বরং এটি হচ্ছে প্রকৃতির নিখুঁত ছন্দের ব্যাখ্যা।
এই নীতির মাধ্যমে আমরা জানতে পারি, যেখানে তরলের গতি বেশি, সেখানে চাপ কম হয়। শুনতে সাধারণ মনে হলেও, এর প্রভাব কিন্তু অসাধারণ!

# উড়োজাহাজ আকাশে উড়ে যায়,
# ফুটবল বাঁক নেয়,
# ঝড়ো বাতাসে ছাতা উড়ে যায়,
এমনকি স্ট্র দিয়ে পানীয় টানার পেছনেও কাজ করে এই একটিমাত্র নীতি—Bernoulli’s Principle!

এই নীতির সাহায্যে বিজ্ঞানীরা তৈরি করেছেন অসংখ্য আধুনিক প্রযুক্তি।
এটি শুধু একাডেমিক বিষয় নয়—আমাদের দৈনন্দিন জীবনেও এটি নীরবে কাজ করে চলেছে।

আমরা যখন বুঝতে পারি, অদৃশ্য জগতের ক্ষুদ্র সূত্রগুলো কিভাবে বিশাল পরিবর্তন আনে, তখন বিজ্ঞান হয়ে ওঠে শুধু পড়ার বিষয় না—বরং এক অদ্ভুত আনন্দের খেলা!