প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৪
কোয়ান্টাম ল্যাব প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত পাঁচটি মৌলিক স্ক্রিনিং সম্পন্ন করে রক্ত প্রদানের ব্যাপারে আপসহীন মনোভাব নিয়ে কাজ করে আসছে কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রম। রক্তে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, এইডস বা ম্যালেরিয়া ইত্যাদি যে-কোনো একটি জীবাণুর উপস্থিতি সম্পর্কে কোনো রকম সংশয় বা প্রশ্ন দেখা দিলে সে রক্তের ব্যাগ সাথে সাথে বাতিল ও ধ্বংস করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) নির্ধারিত মৌলিক ৫টি স্ক্রিনিং (হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, সিফিলিস, এইডস এবং ম্যালেরিয়া) বাধ্যতামূলকভাবে সম্পন্ন করা হয়। ফলে ল্যাব থেকে সরবরাহকৃত রক্তের ব্যাপারে সারা দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন পুরোপুরি আস্থাশীল।
আন্তরিক সেবা, আধুনিক প্রযুক্তি ও আপসহীন মান নিয়ন্ত্রণের ফলে মানুষ নিরাপদ রক্তের প্রয়োজনে প্রথমেই ছুটে আসেন কোয়ান্টাম ল্যাবে। দেশে মোট রক্তচাহিদার ১৬% ই এখন মেটাচ্ছে কোয়ান্টাম।
কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমে যেভাবে সেবা দেয়া হয় তা জানতে দেখুন ডকুমেন্টারি 'নিরাপদ রক্তের জন্যে'।
১৬ জুন ২০২২
১৪ জুন ২০২২
১৪ জুন ২০২২
১৩ জুন ২০২২
১৩ জুন ২০২২
১৩ জুন ২০২২
১২ জুন ২০২২
১২ জুন ২০২২