Change Language
00:0000:00

তরুণ রক্তদাতা মিলনমেলা ও সম্মাননা। “তরুণ রক্তযোদ্ধাদের মিলনমেলায় জীবনের জয়োধ্বনি”

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত তরুণ রক্তদাতা সম্মাননা ও মিলনমেলা ২০২৫ – একটি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের ভিডিও!

২৯ জুন ২০২৫, বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক অনন্য আয়োজন—‘তরুণ রক্তদাতা মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠান’, যা কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্যতিক্রমী প্রয়াস।

# তারিখ: ২৯ জুন ২০২৫, রবিবার
# সময়: বিকেল ৫.১৫ মিনিট
# স্থান: ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), কাকরাইল, ঢাকা

এই অনুষ্ঠানটি ছিল সেইসব তরুণ রক্তদাতাদের প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি, যাঁরা নিঃস্বার্থভাবে অন্যের জীবনে আলোকবর্তিকা হয়ে উঠেছেন।
তাঁদের প্রতিটি রক্তবিন্দু শুধু একটি জীবনই বাঁচায়নি—সেটি জাগিয়েছে আশার আলো, সৃষ্টি করেছে বিশ্বাসের গল্প।

* প্রধান অতিথি:
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম
* বিশেষ অতিথি:
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ও জনপ্রিয় অনুপ্রেরণাদায়ী বক্তা জনাব মুনির হাসান

এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান ছিল না—ছিল একটিই হৃদয়ের বহিঃপ্রকাশ, একটি মানবিক সমাজ গঠনের আহ্বান।

এক ব্যাগ রক্ত শুধু জীবন বাঁচায় না, একজন মানুষকে একজন মানুষের পাশে দাঁড়াতে শেখায়।
সেই হৃদয়ের গল্প নিয়েই এই ভিডিও—যেখানে দেখা যাবে একঝাঁক তরুণ কীভাবে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে অচেনা অজানাদের দিকে।
আসুন, রক্ত দিয়ে জীবন বাঁচাই। আমার রক্তে বাঁচুক শত প্রাণ।