প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩
বীর মুক্তিযোদ্ধা, কোয়ান্টাম পরিবারের বর্ষীয়ান সদস্য ও কোয়ান্টাম ফাউন্ডেশন গাজীপুর শাখার মোমেন্টিয়ার এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ মো. আলাউদ্দিন মিয়া। বার্ধক্যজনিত অসুস্থতায় ১৪ এপ্রিল ২০২১ বুধবার ঢাকার ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৫ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩টায় গাজীপুরের খাইলকৈর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
সস্ত্রীক ১০০ তম কোয়ান্টাম মেথড কোর্স (১৯৯৯ সালে অনুষ্ঠিত) এবং ১৪ তম রিয়েলাইজেশন (২০০৮ সালে অনুষ্ঠিত) প্রোগ্রামে অংশ নেন আলহাজ মো. আলাউদ্দিন মিয়া। তার দুই ভাই মরহুম বশির উদ্দিন আহমেদ ও মহিউদ্দিন আহমেদ কোয়ান্টাম প্রো-মাস্টার। কনিষ্ঠ কন্যা মিরপুর সেন্টারের একজন সক্রিয় আর্ডেন্টিয়ার। তার ভাতিজা রাশিদুল হাসান সুমন কোয়ান্টাম ফাউন্ডেশন গাজীপুর শাখার একজন কো-অর্গানিয়ার। তার পরিবারের প্রতিটি সদস্যই কোয়ান্টাম গ্রাজুয়েট।
২০১০ সালে তার হাত ধরেই কোয়ান্টাম ফাউন্ডেশন গাজীপুর শাখা প্রতিষ্ঠিত হয়। প্রায় একযুগ ধরে তিনি গাজীপুর শাখার মোমেন্টিয়ারের দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করে এসেছেন।
পরম করুণাময় আলহাজ মো. আলাউদ্দিন মিয়াকে একজন সৎকর্মশীল, সমর্পিত ও সঙ্ঘবদ্ধ মানুষ হিসেবে কবুল করুন। আমরা তার অনন্ত প্রশান্তি কামনা করছি।
ফাউন্ডেশনে তার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার লেখা অবলম্বনে এ অবিচুয়ারি ভিডিও।
মহাজাগতিকের সম্পর্কে আরো জানতে পড়ুন তার অবিচুয়ারি :
https://obituary.quantummethod.org.bd/detail/50fe67e6-9d14-11eb-8880-5168dffd4f57
৩০ মে ২০২০
১৮ সেপ্টেম্বর ২০১৯
৬ ফেব্রুয়ারি ২০১৯
১২ অক্টোবর ২০১৮
২৫ জুন ২০১৬