প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২
বয়সের ভারে ন্যুব্জ অসহায় প্রবীণ, যাদের দেখার কেউ নেই তাদের পাশে মমতার পরশ নিয়ে দাঁড়িয়েছে কোয়ান্টাম। বান্দরবানের রাজবিলায় রয়েছে তাদের আশ্রয়স্থল 'আশ্রয়মম'। আর যারা নিজেদের বাড়িতে দেখভালের কেউ না থাকায় অসহায় হয়ে পড়েছে তারা নিজ নিজ গৃহে থেকেই সেবা পাচ্ছে প্রবীণ সেবা কার্যক্রমের আওতায়। এখন লামায় নির্মিত হচ্ছে প্রবীণসেবা নিবাস।
প্রবীণদের সুরক্ষা ও যত্নায়নের জন্যে এই আবাসন নির্মাণ ও কার্যক্রম অব্যহত রাখতে আপনিও এগিয়ে আসুন, আপনার যাকাতের অর্থ দিন কোয়ান্টাম যাকাত ফান্ডে।
২২ এপ্রিল ২০২২