প্রকাশিত: ১ জানুয়ারি ২০২১
“করোনা-আতঙ্ক থেকে মুক্ত হোন, আমরা আছি আপনার পাশে”- দেশে করোনা অতিমারি বিস্তারের একদম সূচনালগ্নে কোয়ান্টামের ওয়াদা ছিল এটা।
পরবর্তী মাসগুলো ছিল কোয়ান্টামের জন্যে ‘এসিড টেস্ট’। কিন্তু আতঙ্কবাদী শোষকচক্রের মুহূর্মুহূ অপপ্রচার আর ষড়যন্ত্র সঙ্ঘবদ্ধভাবে রুখে দেয়া আর প্রয়োজনীয় সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে প্রতিশ্রুতি পূরণ করেছে কোয়ান্টাম।
যে সময়টাতে মানুষ মানুষের থেকে পালিয়ে বাঁচতে চাইছিল, যখন দেশের প্রায় সকল প্রতিষ্ঠান পড়েছিল লকডাউনের কবলে আর বেশিরভাগ সেবা সংগঠন বন্ধ হয়ে গেছিল অর্থসংস্থান লোকবল আর উপকরণের অভাবে, তখন কোয়ান্টাম কার্যক্রম হয়েছে আরো সম্প্রসারিত। এর অভয়বাণীতে মানুষ হয়েছে আশ্বস্ত আর সমস্যার প্রকৃত অবস্থার ব্যাপারে সচেতন। সঙ্ঘের নিয়মিত দিক নির্দেশনা থেকে মানুষ বুঝতে পেরেছে তার করণীয়। করোনা শহীদ দাফন কার্যক্রম, রক্তদান কার্যক্রমের মতো কাজগুলো কেবল অব্যাহতই থাকে নি, বেড়েছে ব্যাপ্তিতেও।
আজ যে এদেশের মানুষ করোনাকে সহজভাবে গ্রহণ করতে পারছে, আক্রান্ত ব্যাক্তিকে দূরে ঠেলে দেয়ার বদলে সমমর্মিতা আর সেবার হাত বাড়িয়ে দিচ্ছে, মৃত স্বজনকে নিজেরাই সসম্মানে জানাচ্ছে শেষ বিদায়- মানুষের মন থেকে অহেতুক আতঙ্ক দূর করার মাধ্যমে এই বাস্তবতার মনছবিই দেখেছিল কোয়ান্টাম।
২৩ ফেব্রুয়ারি ২০২২
৩ ফেব্রুয়ারি ২০২২
৯ সেপ্টেম্বর ২০২১
১৭ আগস্ট ২০২১
৩১ জুলাই ২০২১
২৮ জুলাই ২০২১
২৯ জুন ২০২১
১৫ ফেব্রুয়ারি ২০২১