প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২২
২১ মে বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন গত বছর আয়োজন করেছিল মাসব্যাপী মেডিটেশন উৎসব, যার অংশ হিসেবে ছিল মেডিটেশন বিষয়ে চিত্রাঙ্কন, রচনা লেখা, ফটোগ্রাফি, অনুভূতি বর্ণনা নিয়ে প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় শিশু-কিশোরদের আঁকা ১০০টি নির্বাচিত চিত্রকর্ম নিয়ে ৪-৮ জানুয়ারি ২০২২ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আয়োজন করা হয় ‘শিশু কিশোর তরুণদের ভাবনায় মেডিটেশন’ শীর্ষক চিত্রাঙ্কন প্রদর্শনী। ৪ জানুয়ারি ছিল প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন একুশে পদকে ভূষিত চিত্রশিল্পী ও ভাস্কর হামিদুর রহমান। এ-ছাড়াও বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, আবৃত্তিকার ও অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় এবং নাট্যজন ও লেখক খায়রুল আলম সবুজ।
দর্শক, এই ভিডিওতে আপনি দেখতে পাবেন প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানসহ বিশেষ কিছু মুহূর্ত।