Change Language
00:0000:00

২১ ডিসেম্বর বিশ্ব মেডিটেশন দিবস

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫

আগামী ২১ ডিসেম্বর ২০২৫ রবিবার উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে যাচ্ছে বিশ্ব মেডিটেশন দিবস। মেডিটেশন চর্চাকারী স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন এ উপলক্ষে সারা দেশব্যাপী গ্রহণ করেছে নানা পদক্ষেপ। জাতীয় প্রেস ক্লাবে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে মূল আয়োজন।
বিষয় : ‘মন ভালো তো সব ভালো

আপনি জানেন, আত্মশক্তির বিকাশ, রোগ নিরাময় কিংবা সাফল্য ও প্রশান্তি লাভে মেডিটেশনের ভূমিকা এখন প্রমাণিত সত্য। মেডিটেশন দিবসের প্রত্যাশা, দিবসটি উদযাপনের মধ্য দিয়ে একসময় ঘরে ঘরে মেডিটেশন ছড়িয়ে পড়বে। নিয়মিত চর্চায় এ দেশ রূপান্তরিত হবে সুস্থ সবল কর্মোদ্যমী সুশৃঙ্খল এক মানবিক মহাসমাজে।

মেডিটেশন দিবস উদযাপনের উন্মুক্ত এ আয়োজনে আপনার/ আপনাদের সবান্ধব উপস্থিতি অনুপ্রাণিত করবে লাখো ধ্যানীকে।

 

যোগাযোগhttps://quantummethod.org.bd/bn/contacts