Change Language
00:0000:00

সহজে ইলেকট্রোস্কোপ তৈরির উপায়

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বইয়ের দশম অধ্যায় অর্থাৎ ‘স্থির বিদ্যুৎ’ অধ্যায়ে ইলেকট্রোস্কোপ বা তড়িৎবীক্ষণ যন্ত্রের গঠন ও কার্যপদ্ধতি উল্লেখ করা আছে। এই ভিডিও দেখার পর তোমরা বাসায় থাকা সহজলভ্য কিছু উপকরণ দিয়ে বইয়ের পদ্ধতির তুলনায় সহজতর পদ্ধতিতে ইলেকট্রোস্কোপ তৈরি করতে পারবে এবং বিভিন্ন বস্তুতে চার্জের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করতে পারবে।

এর জন্য প্রয়োজনীয় উপকরণঃ
1. একটি বৈদ্যুতিক তার
2. একটি বিদ্যুৎ অপরিবাহী কৌটা
3. দুটি ছোট কাগজের টুকরা
4. একটি কলম

উপস্থাপনাঃ পাইনসাপ্রু ত্রিপুরা, অষ্টম শ্রেণি, কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ