Change Language
00:0000:00

অনাকাঙ্ক্ষিত সন্তান সম্পর্কে ৫টি সঠিক প্যারেন্টিং টিপস

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বজুড়ে প্রতি বছর মোট প্রেগনেন্সির প্রায় অর্ধেকই অনিচ্ছাকৃত বা অপরিকল্পিত গর্ভধারণ। এই সময় অনেক দম্পতিই সন্তানকে অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত মনে করেন। এক্ষেত্রে সঠিক প্যারেন্টিং দৃষ্টিভঙ্গি হল- এই হঠাত্‍ পাওয়া 'উপহার' আপনার জীবন আনন্দে ভরিয়ে দিতে পারে। তাই মা-বাবা হিসেবে মনে রাখুন, সন্তান লালন আপনার দায়িত্ব! আপনার আমানত।

সুতরাং জেনে নিন মা-বাবা হিসেবে অপরিকল্পিত সন্তান লালনে আপনার ইতিবাচক দায়িত্ব ও পরিকল্পনা।

শারীরিক, মানসিক, আত্মিক যে-কোনো বিষয়ে পরামর্শের জন্যে নিঃসংকোচে কোয়ান্টাম পরামর্শ সেবায় যোগাযোগ করুন
+88 01793760680