Change Language
00:0000:00

রেগে গেলে মানুষ কেন হেরে যায়?

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২১

রাগ আমাদের ঘনিষ্ঠতম শত্রু! কারণ মারাত্মক ক্ষতিকর হওয়া সত্ত্বেও একে আমরা খুব সহজেই নিজেদের জীবনের অংশ করে ফেলি। অথচ রাগের সাথে নানা রোগের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। প্রাত্যহিক জীবনে আমরা দেখি, যাদের রাগ বেশি, হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে তারাই বেশি আক্রান্ত হন। কেন- তা জানতে পারবেন এই ভিডিওতে।

দেখুন আরো ভিডিও

image

রাগ বেশি তো রোগ বেশি!

২৯ আগস্ট ২০২১