Change Language

কোয়ান্টাম ফাউন্ডেশনের কাজের অংশী হতে চেয়েছি—বাবু মার্কুজ গোমেজ

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২

করোনা শহিদ দাফন কার্যক্রমের অংশ হিসেবে কাকরাইলের ওয়াইএমসিএ ভবনে নির্মিত হয়েছে হাম্মামখানা, যেখানে তাদের মৃতদেহের গোসল সম্পন্ন করা হয়, পর্যাপ্ত জায়গা অর্থ বা লোকবলের অভাবে যাদের গোসল করানো সম্ভব হয় না।

হাম্মামখানার উদ্বোধন করেন ন্যাশনাল কাউন্সিল অফ ওয়াইএমসিএ, বাংলাদেশ-এর প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।

উল্লেখ্য, ১৯৯৮ সালে YMCA ভবন উদ্বোধনের সময় থেকে সঙ্গী ছিল কোয়ান্টাম। আর দেশে করোনা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কোয়ান্টাম যে করোনা দাফন কার্যক্রম শুরু করে সেটার অংশী হয়েছে YMCA। সুযোগ দিয়েছে ভবনের একটি ফ্লোর পুরোপুরি নিখরচায় ব্যবহারের। ফলে সম্ভব হয়েছে দাফন কর্মীদের থাকা ও দাফন কাজের প্রারম্ভিক প্রস্তুতি গ্রহণ। এই অনুগ্রহের জন্যে অনুষ্ঠানে বক্তাদের ধন্যবাদ জ্ঞাপনের প্রেক্ষিতে মি. গমেজ বিনয়ের সাথে জানান এই ছোট্ট কাজটির মাধ্যমে কোয়ান্টামের এতবড় মহতী একটি কাজের অংশী হতে পারায় তিনি আনন্দিত।

উদ্বোধন অনুষ্ঠানে মি. গমেজ যে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন তার অংশবিশেষ নিয়ে এই ভিডিও।