Change Language
00:0000:00

নতুন ক্যাম্পাস ২০২০

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯

দুই দশকে ধাপে ধাপে চারটি ভিন্ন ভিন্ন ক্যাম্পাসের পর ২০২০ সালে প্রাথমিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে কসমো স্কুলের এক নতুন শিক্ষাঙ্গন।

একসাথে এত বিশালাকৃতির পূর্ণাঙ্গ শিক্ষা কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ কোয়ান্টামমে এর আগে হয় নি।

সহস্রাধিক নতুন শিশুর প্রাতিষ্ঠানিক ও সহশিক্ষা প্রশিক্ষণের সকল ব্যবস্থা ছাড়াও এখানে থাকছে ছাত্র আবাসন, শিক্ষক ও কর্মী আবাসন, হাসপাতাল এবং শিক্ষার্থীদের রান্না, পোশাক ও সেবাদানের অন্যান্য সকল অবকাঠামো।

বিশালাকৃতির এ ক্যাম্পাসের খাবার হল নেয়ামাতানের ২৮০ ফুট দীর্ঘ পরিসরে একসাথে বসে খেতে পারবেন সহস্রাধিক কোয়ান্টা।

তিন বছর ধরে বিপুল অর্থব্যয়ে একটানা নির্মাণকাজ চললেও বাকি রয়েছে এখনো বহু কাজ। 

নির্মাণের জন্যে লামায় এখন চলছে আবহাওয়া অনুকুল সময় (ডিসে-এপ্রিল)। প্রয়োজনীয় অর্থের সংস্থান হলে অনুকুল এ সময়ে নির্মাণকাজকে এগিয়ে নেয়া যাবে চমৎকার গতিতে। ধারণক্ষমতার সমপরিমাণ কোয়ান্টাকে ভর্তি করা যাবে।   

এ উদ্দেশ্যেই তাই বিশেষ দান নিজে করা ও পরিচিতদের কাছ থেকে সংগ্রহের উদ্যোগ নিতে হবে।

এই বিশেষ দানের ওপর গুরুজীর আলোচনা পড়ুন...

দেখুন আরো ভিডিও

image

পরকালের ওভারটাইম কী?—হযরত মওলানা ছায়ীদুল হক

১ মার্চ ২০২২

image

যাকাতের নিয়ম : যত ভুল

৪ মে ২০২১

image

মরুভূমিতে এক বালতি পানি ও ব্যক্তিগত দান

১৮ ডিসেম্বর ২০২০

image

মমতার পরশে শেষ বিদায়

১৪ ডিসেম্বর ২০২০

image

দেয়া না পাওয়া—কোনটা বেশি তৃপ্তি দেয়

৭ ডিসেম্বর ২০২০

image

একটি শিশু

৩ সেপ্টেম্বর ২০১৯

image

জান-ই-সাদকা প্রমো ভিডিও

২১ আগস্ট ২০১৬