প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২
কোয়ান্টাম কসমো স্কুলের ২০ বছর পূর্তি উপলক্ষে গত ১-২ জানুয়ারি ২০২২ ছিল ছাত্র-শিক্ষক-অভিভাবকদের পূনর্মিলনী অনুষ্ঠান 'ঘরে ফেরার আনন্দ উৎসব ২০২২'। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট লেখক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক। সাবেক কোয়ান্টাদের বরণ করে নেয় বর্তমান কোয়ান্টারা। তবে সাবেক কোয়ান্টারা কিন্তু মেহমান হয়ে ছিল না, বিশাল কর্মযজ্ঞের পুরোটাই তারা করেছে!
লামার কোয়ান্টামমে মারহামান হলে সমবেত কোয়ান্টাদের (কসমো স্কুলের শিক্ষার্থীদের অভিহিত করা হয় 'কোয়ান্টা' নামে) উদ্দেশ্যে শ্রদ্ধেয় গুরুজী বলেন "একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার পরিচয়- 'আমি' কে, 'আমি' কী, 'আমি' কেন। প্রিয় কোয়ান্টারা, এই পরিচয়টাকে তোমরা ভুলে যাও নি! এই পরিচয়টা-ই তোমাদের সবচেয়ে বড় শক্তি।"
আনন্দ-উল্লাস-মেলা-খেলাধূলার মধ্যে দিয়ে প্রাক্তন কোয়ান্টারা তাদের সেই পরিচয়টাকেই আবার নতুন করে অনুভব করেছে দুই দিনের এই উৎসবে অংশ নিয়ে।
২৪ ফেব্রুয়ারি ২০২২
২৩ জানুয়ারি ২০২২
৩১ ডিসেম্বর ২০২১
২৭ জানুয়ারি ২০২১
১০ জানুয়ারি ২০২১
৭ ডিসেম্বর ২০১৯
২৭ নভেম্বর ২০১৯
২২ জুলাই ২০১৯