প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২২
প্রিয় দর্শক, সার্কাসের হাতির গল্পটা জানেন তো? মানে গুরুজী কোর্সে মনোজাগতিক শৃঙ্খল ব্যাখ্যা করতে যে গল্পটা বলেন?
সার্কাসের বিশালদেহী হাতিগুলোকে বন থেকে ধরে আনা হয় যখন সেগুলো শিশু। এরপর সেটাকে পোষ মানাতে খুঁটির সাথে শেকল দিয়ে বেঁধে রাখা যায়। শিশু হাতিটি শেকলমুক্ত হতে গায়ের জোর দিয়ে পা টান দেয়। কিন্তু ওইটুকু শরীরে শেকল তো ভাঙতে পারেই না, উল্টো পা ক্ষত-বিক্ষত-রক্তাক্ত হয়। এভাবে কিছুদিন চেষ্টার পর সে ধরে নেয় এই শেকল তার পক্ষে কখনোই ভাঙা সম্ভব নয়! সে চেষ্টা করাই ছেড়ে দেয়। হাতিটি যখন বড় হয়, গায়ে যখন এক নিমেষেই শেকল ভাঙার শক্তি আসে, তখনো সে শেকল ভাঙার চেষ্টা করে না। সামান্য ছাগল-বাধা দড়ি দিয়ে বেঁধে রাখলেও সে মনে করে এই শৃঙ্খলিত জীবনই তার নিয়তি! এমনকি এটাও দেখা গেছে, সার্কাসে আগুন লেগেছে, প্রাণ বাঁচাতে সকল প্রাণী দৌঁড়ে পালাচ্ছে তখনো হাতিটি শেকল ভাঙার চেষ্টা করছে না। কারণ শেকল পড়েছে সে আসলে তার মনে! মনে নিজের ক্ষমতা সম্পর্কে সৃষ্ট ভ্রান্ত বিশ্বাস তাকে শেকল ভাঙার কোনো চেষ্টাই আর করতে দেয় না। পুড়ে মরে সে জ্বলন্ত অগ্নিকুণ্ডে।
আসলে 'সার্কাসের হাতি'র মতো অবস্থা আমাদের অনেকেরই। হয়তো কোন পরীক্ষায় খারাপ রেজাল্ট হয়েছিল, আর সেটা নিয়ে পরিবার বা বাইরের লোকেরা বলেছিল "তোকে দিয়ে কিচ্ছু হবে না!"। ব্যস, মনে জন্ম নিয়েছে ভ্রান্ত বিশ্বাস- "আসলেই আমাকে দিয়ে ক্লাসে ১ম হওয়া সম্ভব না"; বাস্তবেও আর ভালো রেজাল্ট করা হয়ে ওঠে না তাদের। অথচ ভ্রান্ত বিশ্বাস, হীনম্মন্যতা, আর আত্মবিশ্বাসহীনতার শেকল ভাঙতে পারলেই সম্ভব ক্লাসে তো বটেই, জীবনের প্রতিটি ক্ষেত্রেই ১ম হওয়া।
দর্শক, আত্মবিশ্বাস কীভাবে বাড়াবেন সে বিষয়ে সহজ, কিন্তু কার্যকরী ৪টি টিপস নিয়েই ক্লাসে ১ম জীবনে ১ম-এর আজকের পর্ব। দেখুন, বাড়িয়ে নিন আপনার কনফিডেন্স লেভেল! আপনিও পারবেন সফল হতে।
২৮ অক্টোবর ২০২২
৫ এপ্রিল ২০২২
২৭ ফেব্রুয়ারি ২০২২
১৩ ফেব্রুয়ারি ২০২২
২৬ ডিসেম্বর ২০২১
১২ ডিসেম্বর ২০২১
৬ ডিসেম্বর ২০২১
২৮ নভেম্বর ২০২১