প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১
রোজা নিয়ে আমাদের মধ্যে রয়েছে নানা ভ্রান্ত দৃষ্টিভঙ্গি এবং ভুল আচার বা অভ্যাস। প্রাপ্তবয়স্ক এবং বোধসম্পন্ন হওয়া সত্ত্বেও কেউ কেউ রোজা রাখেন না স্রেফ কিছু ভুল ধারণার কারণে। যেমন- রোজা শরীরকে দুর্বল করে দেয়, ডায়াবেটিস বা আলসার রোগীদের জন্যে রোজা রাখা ক্ষতিকর ইত্যাদি। কিন্তু আধুনিক চিকিৎসাবিজ্ঞান বলছে উল্টো কথা! মানে রোজা দেহের শক্তি বাড়ায়, ডায়াবেটিস এবং পেপটিক আলসারের ঝুঁকি কমায়। তবে সে-জন্যে পানাহারে সংযম বজায় রাখতে হবে। ইফতার পার্টি, সেহরি পার্টির মত ভ্রষ্টাচার থেকে দূরে থাকতে হবে। তাহলেই রমজান আপনার জন্যে বয়ে আনবে শারীরিক ও আত্মিক পরিশুদ্ধি আর অনন্ত কল্যাণ।

৪ মে ২০২১