Change Language

মানসিক সমস্যা মানেই কি 'পাগল'?

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১

আমাদের এই উপমহাদেশে মানসিক স্বাস্থ্য বিষয়টি বরাবরই উপেক্ষিত। শারীরিক রোগের ব্যাপারে আমাদের সচেতনতা বেড়েছে, কিন্তু মানসিক রোগ এখনো রয়ে গেছে লোকলজ্জার বিষয়। পরিবারের কেউ মানসিকভাবে অসুস্থ হলে অন্যরা সেটাকে লুকিয়ে রাখতে চায়। এমনকি পরিচিত পরিমণ্ডলে উপহাসের বিষয়বস্তুতে পরিণত হওয়ার ভয়ে খোদ রোগীও নিজের অসুস্থতাকে গোপন করে। ফলে যে রোগটি প্রয়োজনীয় চিকিৎসা পেলে সুস্থ হতে পারত সেটাই জটিল আকার ধারণ করে।

আসলে মানসিক রোগী মানেই বদ্ধ উন্মাদ বা পাগল নয়। যত্নায়নের অভাবে শরীর যেমন অসুস্থ হয় তেমনটিই হয় মনের ক্ষেত্রেও- এই বিষয়গুলো আমরা যদি অনুধাবন করতে পারি এবং মানসিকভাবে অসুস্থদের প্রতি সমমর্মী হই তাহলেই পারি সফলভাবে এই সোশ্যাল ট্যাবু ও স্টিগমা থেকে বেরিয়ে এসে রোগ নিরাময়ে উদ্যোগী হতে।

থার্সডে প্রাইম টাইমের আজকের পর্বে আমরা মানসিক রোগের ধরণ, প্রকার, কারণ ও চিকিৎসা বিষয়ে মনোরোগবিশেষজ্ঞ, চিকিৎসক ও ভুক্তভোগীদের অভিমত ও অভিজ্ঞতার আলোকে মানসিক রোগ প্রতিরোধ ও প্রতিকারে করণীয়গুলোই জানতে চলেছি।

দেখুন আরো ভিডিও

image

মানসিক স্বাস্থ্য ঠিক রাখার পদ্ধতি এখানে শেখানো হয়—ড. মো. জসীম উদ্দীন, ৪৭১ ব্যাচ

১১ জুলাই ২০২১