প্রকাশিত: ১ এপ্রিল ২০১৪
১ জানুয়ারি, ২০১৩ ছিলো ইংরেজি নববর্ষের প্রথম দিন। একই সাথে কোয়ান্টামের ২১ তম জন্মদিন। সেই সাথে দিনটা পড়ে গেলো মঙ্গলবার - সাপ্তাহিক আলোকায়নের দিন। আর এদিনেই কাকরাইলের ওয়াইএমসিএ ভবনের ৩য় তলায় উদ্বোধন হলো কোয়ান্টাম গ্যালারির - বাংলাদেশে মেডিটেশনভিত্তিক প্রথম কোনো পূর্ণাঙ্গ গ্যালারি।
সন্ধ্যা সোয়া ৬ টায় কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারি গ্যালারিটি উদ্বোধন করেন। তার সঙ্গে ছিলেন ফাউন্ডেশনের পরিচালক সমন্বয় মিসেস সুরাইয়া রহমান এবং বিভিন্ন শাখা-সেন্টারের মোমেন্টিয়ার ও আর্ডেন্টিয়ারবৃন্দ। এছাড়াও ছিলেন অসংখ্য গ্রাজুয়েট, প্রোমাস্টার ও এসোসিয়েটবৃন্দ।
১৫০০ বর্গফুটের এ বিশাল হলরুমটির চারপাশে রয়েছে ফটোগ্যালারি। গ্যালারি জুড়ে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব, সেলিব্রিটি ও মিডিয়া পার্সোনালিটিদের মেডিটেশনরত ছবি বিভিন্ন সময় যারা কোয়ান্টাম মেথড কোর্সে অংশগ্রহণ করেছন। রয়েছে ভিডিও প্রদর্শনীর সুযোগ। আর এ উদ্বোধন উপলক্ষে প্রকাশিত হয় লামা কোয়ান্টামমের চমৎকার কিছু ছবি দিয়ে সাজানো একটি মনোরম স্লাইড এন্ড সাউন্ড শো। সবগুলো ছবিই লামা কোয়ান্টামমের এবং তুলেছেন ফাউন্ডেশনের ফটোগ্রাফাররা। স্লাইড শোর ব্যাকগ্রাউন্ড মিউজিকটিও ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের করা।
নতুন এ কোয়ান্টাম গ্যালারিতে এখন থেকে নিয়মিতভাবেই প্রদর্শিত হবে কোয়ান্টামের নানা ভিডিও ও তথ্যচিত্র।
২ অক্টোবর ২০২৫
২ অক্টোবর ২০২৫
১ অক্টোবর ২০২৫
১ অক্টোবর ২০২৫
১ অক্টোবর ২০২৫
৩০ সেপ্টেম্বর ২০২৫
২৮ সেপ্টেম্বর ২০২৫
২৮ সেপ্টেম্বর ২০২৫