প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২
আড়াই সহস্রাধিক শিশু-কিশোর-তরুণ শিক্ষার্থীর এক আলোকিত শিক্ষাঙ্গন 'কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ'। যারা এসেছে দেশের নানা প্রান্তের সুবিধাবঞ্চিত পরিবার থেকে। যাদের বাবা-মা কেউ দিনমজুর, কেউ পরিবহন শ্রমিক, কেউ ভূমিশ্রমিক; কারো মা-বাবাই নেই! পড়ালেখা দূরে থাক, খাবার বা পোষাক জোগানোও যাদের জন্যে কঠিন ছিল।
আজ ওদের কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। ওরা পড়ছে বুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয়। পাচ্ছে ক্রীড়ায় জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। ৪টি সুপরিসর ক্যাম্পাস; খাবার পোষাক যত্ন চিকিৎসা, সব ধরণের শিক্ষা উপকরণ আর সহশিক্ষা প্রশিক্ষণ। আর এর সবই হয়েছে আপনাদের দোয়া এবং সহযোগিতায়। আপনার আন্তরিক সদিচ্ছা আর ক্ষুদ্র দানকে সঙ্ঘবদ্ধ করেই কোয়ান্টাম চেষ্টা করছে ওদের বদলে দিতে।
প্রিয় দাতা, ওদের পাশে থাকার জন্যে আপনাকে ধন্যবাদ!
২৬ ডিসেম্বর ২০২০
১২ অক্টোবর ২০১৮