Change Language

প্রিজম : আলোর প্রতিসরণের বাস্তব প্রয়োগ

প্রকাশিত: ৯ জুলাই ২০২৪

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ‘আলোর প্রতিসরণ’ অধ্যায়ে প্রিজমের মধ্যে কীভাবে আলোর প্রতিসরণের ঘটনা ঘটে তার বর্ণনা দেয়া আছে। প্রিজমে ভিন্ন ভিন্ন বর্ণের আলো যেহেতু ভিন্ন ভিন্ন কোণে বেঁকে যায়, সেহেতু সূর্যের আলো (বা সাদা আলো, যার মধ্যে দৃশ্যমান আলোর সকল বর্ণ বিদ্যমান) প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে সাতটি বর্ণের আলো ভিন্ন ভিন্ন কোণে বেঁকে গিয়ে আলোর বর্ণালি সৃষ্টি করে।

এই ভিডিও দেখার পর কিছু সহজলভ্য উপকরণ ব্যবহার করে তোমরা প্রিজম তৈরি করতে পারবে এবং আলোর বর্ণালি সৃষ্টির মজার পরীক্ষণটি সহজেই করতে পারবে। এর জন্য প্রয়োজনীয় উপকরণঃ
1. তিনটি সমান আয়তাকার কাঁচ
2. দুইটি সমান ত্রিভুজাকৃতির কাঁচ
3. গ্লু-গান
পরীক্ষণটি পর্যাপ্ত সূর্যের আলোর উপস্থিতিতে করতে হবে।

উপস্থাপক : উছাইওয়াং মারমা, অষ্টম শ্রেণি, কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ