Change Language
00:0000:00

মেডিটেশন সেবার ওপর ভ্যাট

প্রকাশিত: ২৩ জুন ২০১৬

যোগ-মেডিটেশন মানুষকে সুস্থ শান্ত সুশৃঙ্খল ও প্রত্যয়ী করে। এ গুরুত্ব উপলব্ধি করে ব্রিটিশ পার্লামেন্ট ২০১১ সালে যোগ-মেডিটেশনের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করেন, মেডিটেশন প্রশিক্ষণের জন্যে দেশব্যাপী বরাদ্দ করেন ১০ মিলিয়ন পাউন্ড। ২০১৩ সালে বাংলাদেশে প্রণীত উচ্চ রক্তচাপ জাতীয় চিকিৎসা নীতিমালায় বলা হয়, চিকিৎসকগণ যেন স্ট্রেস-আক্রান্ত ও উচ্চ রক্তচাপের রোগীদের নিয়মিত যোগ, মেডিটেশন, শিথিলায়ন, দমচর্চা ইত্যাদির পরামর্শ দেন। বিশ্বব্যাপী মেডিটেশন চিকিৎসাসেবার অংশে পরিণত হওয়ার ধারাবাহিকতায় বাংলাদেশেও ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে মেডিটেশন সেবা মূসক অব্যাহতি লাভ করে। ২০১৪ সালের ডিসেম্বরে জাতিসঙ্ঘের ১৭৫টি দেশ ২১ জুনকে ঘোষণা করে বিশ্ব যোগ দিবস হিসেবে। উদ্দেশ্য যোগ-মেডিটেশনের মনোদৈহিক বহুমুখী উপকার সম্পর্কে বিশ্বের মানুষকে সচেতন করা। ২০১৫ সালে প্রথমবারের মতো দিবসটি উদযাপনকালে মহাসচিব বান কি মুন নিজেও যোগ-মেডিটেশনে অংশ নেন নিউইয়র্কে জাতিসঙ্ঘের সদর দফতরে বসে।

বিশ্বব্যাপী এসব উদ্যোগের সাথে সমানতালেই যখন বাংলাদেশ এগোচ্ছে, তখন ২০১৬ সালের বাজেটে আবারও অপ্রত্যাশিতভাবে ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়! শংকিত হয়ে উঠলেন সচেতন সমাজ। কারণ ভ্যাট আরোপের এ সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ যদি মেডিটেশন চর্চায় নিরুৎসাহিত হন, তাহলে প্রকারান্তরে জাতীয় উন্নয়নই ব্যাহত হবে। এগিয়ে এলেন বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। মেডিটেশনকে ভ্যাট অব্যাহতি দিয়ে নাগরিকদের স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার রক্ষায় ভূমিকা পালনের আবেদন জানালেন তারা সরকারের কাছে। এরকম একটি প্রেক্ষাপটেই নির্মিত এ ভিডিওচিত্রটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হওয়া এ ভিডিওটি দেখেই যে জনমত তৈরি হয়, তারই প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০১৬-১৭ অর্থবছরে মেডিটেশন থেকে মূসক প্রত্যাহার করেন। যোগ মেডিটেশনের ওপর থেকে মূসক প্রত্যাহারের এই প্রাজ্ঞ সিদ্ধান্তের জন্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ এবং জাতীয় রাজস্ব বোর্ডের কাছে লাখো লাখো ধ্যানীর তরফ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি!

দেখুন আরো ভিডিও

image

বিশ্ব মেডিটেশন দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত ছড়া ও গল্প প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিছু মুহূর্ত

১৬ জুলাই ২০২৪

image

২১ মে ২০২৪ বিশ্ব মেডিটেশন দিবস কীভাবে পালিত হলো?

২৩ মে ২০২৪

image

বিশ্ব মেডিটেশন দিবসে মা'জীর শুভেচ্ছা বাণী ২০২৪

২১ মে ২০২৪

image

২১ মে ২০২৪ বিশ্ব মেডিটেশন দিবস

১৮ মে ২০২৪

image

বিশ্ব মেডিটেশন দিবস কেমন ছিল আগের বছরগুলোয়?

১৪ মে ২০২৪

image

মেডিটেশনের লেভেল ঠিক করবেন কীভাবে?

২৫ অক্টোবর ২০২৩

image

ইসলামের দৃষ্টিতে মেডিটেশন করা কি জায়েজ?

৮ আগস্ট ২০২৩

image

মেডিটেশনের ইতিহাস

১ আগস্ট ২০২৩